ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবি বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির

0

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, ১৯ জেলায় প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আম, লিচু, কলা, সবজি, তিল এবং বোরো ধানের তির হিসাবে নিলে প্রকৃত ক্ষতি কয়েক হাজার কোটি টাকা হতে পারে। নেতৃবন্দ উপকূলীয় অঞ্চলসহ ক্ষতিগ্রস্ত সকল জেলা ও অঞ্চলের কৃষক-জনতাকে ক্ষতিপূরণের আওতায় আনার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি