করোনায় ইতালিতে সরকারি হিসাবের চেয়েও ১৯ হাজার বেশি মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস মহামারির শুরুতে ইতালি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু সেখানে রুটিন হয়ে দাঁড়িয়েছিল। ৩২ হাজারের বেশি মানুষের জীবন হারানোর পর করোনা এখন বেশ নিয়ন্ত্রণে। তবে জাতীয় সামাজিক নিরাপত্তা সংস্থা বলছে, কোভিড-১৯ রোগে মার্চ ও এপ্রিলে মৃত্যু হয়েছে সরকারি হিসাবের চেয়েও প্রায় ১৯ হাজার বেশি।
ইতালির বৃহত্তর সামাজিক নিরাপত্তা ও কল্যাণ প্রতিষ্ঠান ইস্তিতুতো নাজিওনেল দেল্লা প্রেভিদেনজা সোসিয়েল (আইএনপিএস) বলেছে, একটি গবেষণায় দেখা গেছে সরকারি মৃত্যুর হিসাব ‘বিশ্বাসযোগ্য’ নয়। তাদের তথ্য মতে, মার্চ ও এপ্রিলে ইতালিতে ১ লাখ ৫৬ হাজার ৪২৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা ২০১৫ থেকে ২০১৯ সালের ওই দুই মাসের গড় মৃত্যুর চেয়েও ৪৬ হাজার ৯০৯ হাজার বেশি। কিন্তু এই সময়ে জাতীয় পরিসংখ্যানের ওপর ভিত্তি করে সিভিল প্রটেকশন এজেন্সি করোনায় ২৭ হাজার ৯৩৮ জনের মৃত্যুর খবর জানায়। অর্থাৎ এই সময়ে স্বাভাবিক হিসাবের চেয়েও ১৮ হাজার ৯৭১ জন বেশি মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই ১৮ হাজার ৪১২ জন দেশের করোনা প্রকোপ উত্তর অঞ্চলের। এখন পর্যন্ত ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২ লাখ ২৮ হাজার ৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩২ হাজার ৪৮৬ জনের।