ঈদকে সামনে রেখে যশোরে ৬শ’ পুলিশ সদস্য মোতায়েন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তত ৬শ পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিউটির পাশাপাশি মোটরসাইকেল টিম এবং মোবাইল টিম টহলে রয়েছে। তবে এখনো পর্যন্ত যশোরে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবশ্য পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধীদের কঠোর নজরদারি করা হচ্ছে। অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
পুুলিশের একটি সূত্র জানায়, এমনিতেই করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ডিউটি বেড়ে গেছে। তার ওপর আবার পবিত্র রমজান মাসের শুরুতেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি রাখতে কঠোর অবস্থান নেয়া হয়েছে। এজন্য পুলিশের ওপর আরও চাপ পড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তত ৬শ পুলিশ সদস্য প্রতিদিন পর্যায়ক্রমে ডিউটি করছেন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দড়াটানা, মণিহার এলাকা, উপশহরস্থ খাজুরা বাসস্ট্যান্ড, চাঁচড়ার মোড়, পালবাড়ি এলাকা, ধর্মতলা, সিভিল কোর্ট মোড়, রেলস্টেশন এলাকা উল্লেখ্যযোগ্য। সূত্র জানায়, যানবাহনের পুলিশের টহল ডিউটির প্রতি বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এজন্য প্রতিদিন ১০/১২টি হোন্ডা (মোটরসাইকেল) টিম এবং মোবাইল টিম বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। যোগাযোগ করা হলে কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশনস) মিলন হোসেন জানান, ঈদে অপরাধীরা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ছাড়াও মোবাইল টিম বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। চোর, ছিনতাইকারী, পকেটমারসহ সব ধরনের অপরাধীরা কোনো অপরাধ করলে ছাড় পাবে না।