ট্রাক উল্টে প্রাণ গেল ১৩ জনের

0

লোকসমাজ ডেস্ক॥ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঝড়ের মধ্যে রডবাহী ট্রাক উল্টে ১৩ জনের প্রাণ গেছে, যারা ঢাকা থেকে ওই বাহনে করে বাড়ি ফিরছিলেন বলে পুলিশের ধারণা। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঢাকা থেকে রড নিয়ে রংপুরে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে জুনদহ এলাকায় ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, “ঝড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। তাতে ট্রাকের ওপরে থাকা ১৩ জন ঘটনাস্থলেই নিহত হন।”
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক সরিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়ে গিয়েছিলাম। ট্রাক ও রড সরাতে গিয়ে ১৩ জনের মৃতদেহ রডের নিচে চাপা পড়া অবস্থায় পাই। আমাদের ধারণা ছিল না যে রডের নিচে এতগুলো মৃতদেহ পড়ে আছে।” ওসি মাসুদুর রহমান বলেন, ওই বাহনে যারা ছিলেন, তারা এই লকডাউনের মধ্যে বাস বন্ধ থাকায় রাতের ট্রাকে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে তারা ধারণা করেছেন। দুর্ঘটনার সময় সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।