করোনায় যুক্তরাষ্ট্রে ৩৬,০০০ প্রাণহানি কম হতো, যদি…

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় অন্তত ৯৩ হাজার ৪৩৯ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৮৫৩ জন। তবে দেশটিতে অন্তত ৩৬ হাজার মানুষ কম মারা যেত যদি করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র যখন লকডাউন শুরু করেছে, তার মাত্র এক সপ্তাহ আগে এ নিষেধাজ্ঞা জারি করতো।
সম্প্রতি কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা দেশটিতে গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত ভাইরাস সংক্রমণের হার ও বিস্তার নিয়ে একটি মহামারি সংক্রান্ত মডেল দাঁড় করিয়েছেন। সেখানেই এ তথ্য উঠে এসেছে। এ গবেষণায় নেতৃত্বদানকারী মহামারি বিশেষজ্ঞ জেফারি শামান বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি মাত্র দুই সপ্তাহ আগে লকডাউন জারি করত, তবে সেখানে অন্তত ৮৪ শতাংশ মানুষ কম মারা যেত এবং ৮২ শতাংশ সংক্রমণ কম ঘটত। এর মধ্যে শুধু নিউইয়র্কেই ১৭ হাজার ৫০০ মানুষের প্রাণরক্ষা হতো।’
সূত্র: সিএনএন