ঝড়ে ঝিকরগাছায় ব্যপক ক্ষয়-ক্ষতি

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ গত বুধবার রাতভর ঝড়ে যশোরের ঝিকরগাছায় ব্যপক ক্ষয়্ষতি হয়েছে। জানাগেছে, উপজেলার ১৭৯ টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কাল ঘূর্নিঝড় আমফানে কয়েক শ” কাচা ও আধা পাঁকা ঘর-বাড়ি, গাছ পালা, কলা ক্ষেত, পেঁপে ক্ষেত, আম, কাঠাল ও লিচুর ব্যপক ক্ষতি হয়েছে। ছাড়া উপজেলার মল্লিকপুর গ্রামের বেসরকারী প্রাক-প্রাথমিক বিদ্যালয়, মল্লিকপুরপূর্বপাড়া জমে মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসা ও মোক্তব, আমিনিয়া মসজিদ সংলগ্ন মোক্তব, চালের উপর গাছপড়ে দুমড়ে মুচড়ে পড়েছে এবং একই গ্রামের ঋষিপাড়া সার্বজনীন পূজা মন্দিরের চাল উড়ে গেছে। এছাড়া ওই গ্রামের মৃত-জহর খার ছেলে আজম খা, মৃত-আমীর আলীর ছেলে বাক্কার, হোসেন আলীর ছেলে জহুরুল, শরুপের ছেলে আজিজ, মৃত-সাত্তারের স্ত্রী জয়গুন, মহালদারপাড়া নুরো এবং মমিন উদ্দিন, গুচ্ছগ্রামের মুক্তিযোদ্ধা কালু, ফারুক হোসেন, রাজু আহম্মেদ, সকিম হোসেন, রবিউল ইসলাম, আবু হানিফ, টিপু সুলতান, হটাৎপাড়া এলাকার আজিজুর, রিপন হোসেন, রাফেজা খাতুন, বিল্লা ঘোষ, আব্দুল কাদের, কীর্তিপুর কমিশনারপাড়া রবিউল ইসলামসহ অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেঙ্গে ও চাল উড়ে গেছে। রাস্তার উপরে গাছ উপড়ে পড়ে থাকায় হসপিটাল কবরস্থান রোড়, কলেজ রোড, বুড়োর দরগাহসহ বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে। ঝড়ের কারনে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ও ক্যাবল টিভি নেটওয়ার্কের তারের উপর গাছপালা ভেঙ্গে পড়ায় উপজেলার কোথাও বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি বিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলে বিদ্যুৎ বিপর্যায়ে পড়েছে বিভিন্ন খামার ব্যাবসায়ীসহ ঝিকরগাছা বাসি। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, প্রলয়ংকারী এই ঝড়ের সময় চাল উড়ে ও ঘরবাড়ি ভেঙ্গে বিভিন্ন স্থানে অন্তত্ব ১৫ জন বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে। এরা হলো, আমেনা বেগম (৬০), রুবেল হোসেন (২৮), মাসুরা (২২), আনোয়ারা (৬০), শাওন (৬), হামিদ (১৯), আশুতোষ পাল (৫৫). ইদ্রিস আলী (৪৫), লিমন হোসেন (২২), ইমদাদুল হক (৭২) ও আব্দুল্লাহ (৪০)। গুরুতর আহতরা কেউ কেউ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎিসা নিচ্ছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানাগেছে। জানতে চাইলে লিলি ক্যাবল টিভি নেটওয়ার্কের মালিক এনামুল হক ডন ও ক্যাবল মিডিয়া নেটওয়ার্কের মালিক ইমামুল রাজিব সবুজ বলেন তাদের এক এক জনের ৮ থেকে ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।