নড়াইলে অনলাইন স্কুলের উদ্বোধন

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ করোনাকালে নড়াইল জেলায় প্রাথমিক শিক্ষা কার্য়ক্রম সচল রাখতে অনলাইন স্কুল কার্যক্রম চালু করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। ‘আমার বাড়ি আমার স্কুল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. শাহ আলম। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিক্ষাদান করার জন্য এ কার্যক্রম শুরু করেছে। জেলার বিভিন্ন উপজেলার চৌকস শিক্ষকদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে। সহকারী শিক্ষক বিবেক বিশ্বাস, উজ্জল রায়,মিঠু রায়, নাজমুল হাসান লিজা, বিপ্লব দাসসহ অন্যান্য শিক্ষক এ পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন।