কলারোয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ সদস্যদের কর্মশালা

0

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে থানা চত্বরে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক প্রচারণা ও সরকারি দিকনির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় কলারোয়া থানায় ওই প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের করণীয় নানান বিষয়ে আলোকপাত করে প্রধান আলোচক ছিলেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াসের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিন, সেকেন্ড অফিসার এস.আই রাজ কিশোর পালসহ কলারোয়া থানার সকল অফিসার ও ফোর্স।