সতীঘাটায় বিএনপি নেতার সেমাই চিনি বিতরণ

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের রামনগর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রেজাউল ইসলাম রেজা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনাভাইরাস প্রাদুর্ভাবে গৃহবন্দী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করেছেন। মঙ্গলবার সতীঘাটাস্থ তোলাগোলদারপাড়ায় নিজ বাড়িতে মানুষের মাঝে তিনি সেমাই চিনি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী গোলাম মোস্তফা, সুলতান মাহমুদ, ফুয়াদুল ইসলাম, নাজির আহম্মেদ,সাবাদিক আকবার আলী, নাসির উদ্দীন নয়ন প্রমুখ। তিনি নিজ অর্থায়নে তোলাগোলদারপাড়া, পান্তাপাড়া, বাহিরমল্লিক, কামালপু গ্রামসহ আশপাশের ২৪০জন মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন।