খাজুরায় বালুকণা’র ঈদসামগ্রী বিতরণ

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরার কেশবপুর গুচ্ছগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন বালুকণা ফাউন্ডেশনের উদ্যোগ অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে গুচ্ছগ্রামের ২০জন অসহায় পরিবারের হাতে ঈদসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফরিদুজ্জামান, বাঘারপাড়া ইউনিটের কার্যনির্বাহী সদস্য নাজমুস সাকিব আকাশ, সংস্থার সদস্য হাসান আলী, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম ও আজমুল হোসেন প্রমুখ। ঈদসামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, আটা, গুঁড়া দুধ, বাদাম ইত্যাদি।