যশোরে ‘করোনা দূর্যোগ উত্তরণে গণ কমিটি’ গঠন

0

যশোরে ‘করোনা দূর্যোগ উত্তরণে গণ কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহবায়ক হিসাবে অধ্যাপক আফসার আলীকে মনোনিত করা হয়। যুগ্ম আহবায়ক হিসাবে মনোনিত হন অ্যাড. শহীদ আনোয়ার, রুকুনউদৌল্লাহ, ডা. আহসান কবির, মিজানুর রহমান, অধ্যক্ষ পাভেল চৌধুরী, অ্যাড. কাজী ফরিদুল ইসলাম, মাহবুব মজনু, অর্চনা বিশ্বাস, অ্যাড. আবুল হোসেন, তসলিম উর রহমান, সানোয়ার আলম খান দুদু, আলাউদ্দিন, গোলাম মোস্তফা, জিল্লুর রহমান ভিটুকে।  মঙ্গলবার দুপুর ১২ টায় বিবর্তন যশোর কার্যালয়ে শিক্ষাবিদ অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা ও করণীয় নিয়ে জেলার বিশিষ্ট নাগরিকদের এক সভা উপস্থিতি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট নাগরিকবৃন্দ করোন ভাইরাসে প্রতিদিন নতুন নতুন আক্রান্ত ও মৃত্যুর সংবাদে উদ্বেগ প্রকাশ করে জাতিয় দূর্যোগ ঘোষণা দেওয়ার জন্য সরকারকে আহবান জানান।  নাগরিকবৃন্দ আরো বলেন, দেশকে পরিপূর্ণ লকডাউনে নিয়ে সকলের খাদ্য ও চিকিৎসার দায় নিয়ে মানুষকে ঘরবন্দি এখনই করতে হবে। এই কাজ করার জন্য সেনাবাহিনীর অধীনে স্বেচ্ছাসেবক নিয়োগ দিন। যারা খাদ্য ক্রয় করতে চায় তাদের বাড়িতে ক্রয়কৃত খাদ্য সামগ্রী এবং যারা সরকারি খাদ্য সহায়তা তাদের ঘরে খাদ্য সহায়তা দিয়ে ঘরে আবদ্ধ করুন। বেশি বেশি টেস্ট করার সুযোগ সৃষ্টি করুন। করোনা চিকিৎসাকে সহজতর ও ভীতিশূন্য করুন, যাতে কোন রোগী না পালায়। নাগরিকবৃন্দ এই দূর্যোগ মুহূর্তে চিকিৎসকদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে তাদের চিকিৎসার পরিধিকে আরো বাড়ানোর আহবান জানিয়ে বলেন, যাতে কোন রোগী কোন রোগে যাতে বিনা চিকিৎসায় মারা না যায়। সভায় নাগরিকবৃন্দ বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ‘করোনা দূর্যোগ উত্তরণে গণ কমিটি’ নামে উপযুক্ত কমিটি গঠন করেন। বিজ্ঞপ্তি।