চৌগাছায় সড়ক দুঘর্টনায় অলিম্পিক ফুডের এসআর নিহত আহত ৪

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ভাটার ট্রাক চাপায় রাকিব হাসান (৩০) নামে অলি¤িপক ফুডের এক এসআর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। নিহত রাকিব হাসান ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের আব্দুর রবের ছেলে। মঙ্গলবার সকালে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালিখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মঙ্গলবার সকালে অলি¤িপক ফুডের এই দুই এসআর চৌগাছা থেকে মোটরসাইকেলে করে হাকিমপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পাতিবিলা বালিখোলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইট ভাটার ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসানকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী নওয়াব আলী (৩০) আহত হন। তিনি কেশবপুর উপজেলার বাঁকা বরশী নতুন হাট এলাকার জামির আলীর ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
অপর দুঘর্টনাটি ঘটে সকাল ৯টার দিকে চৌগাছা সরকারি কলেজের সামনে। যশোর থেকে একটি ইজিবাইক চৌগাছা আসার পথে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উল্টে যায়। এ ঘটনায় ইজিবাইকের যাত্রী চৌগাছা পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী ক্যাশিয়ার হাবিবা খাতুন (৪৫), আকিজ গ্রুপের সেলস অফিসার সানী (৩০) ও মহেশপুর উপেজলার আলিশা গ্রামের আলমগীর হোসেন আলেকের স্ত্রী রোজিনা খাতুন (৩৫) আহত হয়। তাদেরকে চৌগাছা উপেজলা মডেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনা নিশ্চিত করেছেন।