কমে আসছে প্লাটিনামের বৈশ্বিক সরবরাহ উদ্বৃত্ত

0

লোকসমাজ ডেস্ক॥ চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন থেকে প্লাটিনামের দাম তুলনামূলক কমতির দিকে রয়েছে। তবে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী মূল্যবান ধাতুটির সরবরাহ লাইনে লাগাম টানতে যাচ্ছে। চলতি বছর চাহিদা কমার বিপরীতে প্লাটিনামের বৈশ্বিক সরবরাহও আগের তুলনায় কমে আসতে যাচ্ছে। তবে আগের তুলনায় কমলেও মূল্যবান ধাতুটির চাহিদার বিপরীতে সরবরাহে উদ্বৃত্ত বজায় থাকবে। এ কারণে বছর শেষে প্লাটিনামের দাম খুব একটা বাড়বে না। ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিলের (ডব্লিউপিআইসি) প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর রয়টার্স ও মেটাল বুলেটিন।
ডব্লিউপিআইসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে বিশ্বজুড়ে প্লাটিনামের সম্মিলিত চাহিদা ৬৯ লাখ ৫০ হাজার আউন্সে নেমে আসতে পারে, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ কম। ২০১৩ সালের পর এটাই প্লাটিনামের সর্বনিম্ন বৈশ্বিক চাহিদা। মূলত নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বিশ্বজুড়ে মূল্যবান ধাতুটির চাহিদা কমিয়ে দেয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করবে। বিশেষত প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে দেশে চলমান লকডাউনে শিল্পোৎপাদন খাত কার্যত স্থবির হয়ে থাকায় ধাতুটির চাহিদায় পতন বজায় থাকবে।
বিশেষত মহামারীর কারণে চীন ও জাপানের শিল্প খাতের স্থবিরতা বছরজুড়ে প্লাটিনামের বাজারে বড় আঘাত হানবে। তবে বিশ্বব্যাপী অটোমোবাইল ও শিল্প খাতে প্লাটিনামের চাহিদা কমলেও বাড়তে পারে কয়েন ও বার হিসেবে মূল্যবান ধাতুটির চাহিদা।
এর বিপরীতে চলতি বছর শেষে আন্তর্জাতিক বাজারে প্লাটিনামের সম্মিলিত সরবরাহও আগের তুলনায় কমে ৭২ লাখ আউন্সে নেমে আসার সম্ভাবনা দেখছে ডব্লিউপিআইসি, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ কম। ২০১৩ সালের পর এটাই মূল্যবান ধাতুটির সর্বনিম্ন বৈশ্বিক সরবরাহ।
মূলত মহামারীর কারণে শীর্ষ উত্তোলনকারী দেশ দক্ষিণ আফ্রিকায় চলতি বছর প্লাটিনাম ১৭ শতাংশ কমতে পারে। জিম্বাবুয়ে, রাশিয়া ও উত্তর আমেরিকার দেশগুলোয় মূল্যবান ধাতুটির উত্তোলন কমতে পারে ১-৫ শতাংশ। এ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে প্লাটিনামের সরবরাহ কমিয়ে দিবে।
ডব্লিউপিআইসির প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছর আন্তর্জাতিক বাজারে চাহিদার তুলনায় ২ লাখ ৫০ হাজার আউন্স অতিরিক্ত প্লাটিনাম সরবরাহ হতে পারে। এ সরবরাহ উদ্বৃত্ত মূল্যবান ধাতুটির দামে প্রভাব ফেলবে। ডব্লিউপিআইসির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স প্লাটিনামের সর্বনিম্ন দাম ৫৫৮ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। আর বছর শেষে মূল্যবান ধাতুটির গড় দাম আউন্সপ্রতি ৭৫০ ডলারের আশপাশে অবস্থান করতে পারে।