যশোর সদর উপজেলার প্রাথমিক শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা কেটেছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শিক্ষকদের জন্য ঈদ বোনাসের টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষকদের সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যে জেলার সব উপজেলার শিক্ষকরা ঈদ বোনাস পেলেও যশোর সদর উপজেলার ২৫০টি বিদ্যালয়ের শিক্ষকরা এখনো পাননি। ফলে এ নিয়ে শিক্ষকদের মধ্যে শুরু হয় এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। হতাশ শিক্ষকদের কেউ কেউ এ নিয়ে ক্ষোভও প্রকাশ করে।
শিক্ষকরা জানান, প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হয় বাজেট স্বল্পতার কারণে এবার ঈদ বোনাস দেয়া হবে না। ফলে শিক্ষকরা চরম হতাশ হয়ে পড়েন। বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যে এ ধরনের সিদ্ধান্তে তারা হতাশ হন। এ বিষয়ে সোমবার দুপুরে যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, শিক্ষকদের ঈদ বোনাস দেয়া হবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু টাকা কম থাকায় ব্যাংক অনুমোদন দিতে একটু বিলম্ব হচ্ছিলো। তিনি বলেন, ইতোমধ্যে বোনাসের টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। বোনাসের টাকা গতকালই প্রত্যেক শিক্ষকের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এ বিষয়ে কয়েকজন প্রাথমিক শিক্ষকের সাথে যোগাযোগ করলে তারা জানান, সোমবার দুইটার পর তাদের অ্যাকাউন্টে বোনাসের টাকা জমা হয়েছে।