প্রাণঘাতী করোনা যুদ্ধে মানবিক সেবায় যশোর সেনানিবাস

0

‘করোনার যুদ্ধ করবো জয়, ঘরের বাইরে আর নয়’। ‘আতঙ্ক না ছড়াই, সতর্ক থাকি’। ‘ঘন ঘন হাত ধুই, করোনা থেকে নিরাপদ রই’। করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতেই এমন নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্যাকার্ড নিয়ে অদৃশ্য এই শত্রুর মোকাবিলায় যশোর অঞ্চলের জনগণকে সচেতন করে তুলছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। তাদের নিয়মিত টহল গাড়িতেও দেখা মিলছে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন করুন’ লেখা সম্বলিত স্টিকার। করোনা সংক্রমণ বিস্তার ঠেঁকাতে এভাবে প্রতিনিয়ত সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ঈদকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির ল্েয মার্কেট/আশপাশের এলাকায় স্বাস্থ্যবিধি সংক্রান্ত করনীয় এবং বর্জনীয় লিফলেট লাগিয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়াও অসহায় ও হত দরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ, বিনা প্রয়োজনে মানুষ যাতে যত্রতত্র ঘোরাফেরা না করতে পারে সে দিকে নজরদারি বৃদ্ধি এবং রমজান মাসে নিয়মিত বাজার মনিটারিং করার কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি খেটে খাওয়া, অসহায় এবং ভ্রাম্যমাণ মানুষদের হাতে খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অন্যদিকে প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের অসহায় কৃষকদের তে থেকে সবজি ক্রয় এবং বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সদস্যরা। বিজ্ঞপ্তি