নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাবেক সেনাসদস্যের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। মৃত আবুল খায়ের মোল্যার (৬০) বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়ীয়া গ্রামে। মৃতের শ্যালক মোস্তাক আহমেদ লিটু জানিয়েছেন, রোববার দুপুরে নির্মাণাধীন ভবনের দ্বিতীয়তলার ছাদের উপর উঠে কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত আবুল খায়ের ছাদের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে যশোর সিএমএইচ-এ আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর কোতয়ালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে আনেন।