কারিনার ভিডিও ভাইরাল

0

লোকসমাজ ডেস্ক॥ অভিনয়ের সঙ্গে সঙ্গে নিজের স্টাইলসহ সব দিক দিয়েই অনুরাগীদের মন জয় করতে সক্ষম হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতেও তাকে সরব দেখা যাচ্ছে। এই লকডাউনের সময়েও নিজের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে এ নায়িকার। এই ভিডিওতে তাকে হোম মেড মাস্ক লাগানো অবস্থায় দেখা যাচ্ছে! ভিডিওটি পোস্ট করার সময় অভিনেত্রী একটা কথা লিখতে ভোলেননি। তিনি জানিয়েছেন, গরমে সবচেয়ে বেশি জরুরি এই বিষয়টাই। শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ১৬ লাখেরও বেশিবার দেখা হয় ভিডিওটি। সেই সঙ্গে রয়েছে অসংখ্য কমেন্ট।
এর থেকেই তার ভক্ত ও ফলোয়ার্সদের বিষয়ে একটা অনুমান করা যেতেই পারে। এই ভিডিও শেয়ার করার সময় কারিনা লিখেছেন, গরমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: মেসি বন, কাফতান এবং হোম মেড মাস্ক। এর আগেও অভিনেত্রী একটি সেলফি পোস্ট করেছিলেন, তাতে তাকে মেকআপ ছাড়াই দেখা গেছে। মেকআপ ছাড়াও তিনি ততটাই সুন্দর, তাই তার ভক্তদের প্রশংসার কোনও ঘাটতি ছিল না ছবিটিতে। কারিনা কাপুর কিছুদিন আগেই ইনস্টাগ্রাম জগতে পা রেখেছেন। এই মাধ্যমে তার ভক্তদের সংখ্যা লক্ষাধিক ছাড়াতে সময় লাগেনি। সামনে তাকে আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। এই সিনেমাটি ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা।