ভার্চুয়াল কোর্টের প্রথম দিনে যশোরে ৮৩ জনের জামিন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ভার্চুয়াল আদালতে প্রথম দিনে ৮৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে যশোর জেলা ও দায়রা জজ আদালতেই ৩৬ জনের জামিন মঞ্জুর হয়। এছাড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৯ জনের জামিন মঞ্জুর হয়। আদালত সূত্র জানায়, যশোর জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের আদালতে সোমবার অনলাইনে ৬০টি মামলায় জামিনের দারখাস্ত জমা পরে। তার মধ্যে ৫০ টি মামলায় শুনানী হয়। এরমধ্যে ৩৫ মামলায় ৩৬ জনের জামিন মঞ্জুর করেন। এছাড়া স্পেশাল জজ আদালতে ৩টি মামলার জামিনের দরখান্ত পড়ে। বিচারক মোহাম্মদ শামসুল হক দুটিতে দুইজনকে জামিন প্রদান করেন । নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে ৮ টি আবেদনের প্রেক্ষিতে বিচারক টি এম মুসা ৬ মামলায় ৬ জনের জামিন মঞ্জুর করেন। নারী ও শিশু নির্যাতন দম ট্রাইবুনাল -২ আদালতে ১৩ টি মামলার আবেদনে বিচারক মাহমুদা খাতুন ১০ মামলার শুনানী শেষে ১০ জনের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিনটি আদালতে ১৬০ টি মামলায় জামিনের আবেদন পরে। এরমধ্যে ৫৮ টি মামলায় শুনানী হয়। ২৬ মামলায় ২৯ জনের জামিন মঞ্জুর করা হয়। একই সাথে ৩২ মামলার জামিন না মঞ্জুর করেন আদালত। প্রথমদিন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন ভার্চুয়াল কোর্টের বিচারকার্জ পরিচালনা করেন।