বাগেরহাটে দোকানগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে চলছে বেচাকেনা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ করোনা পরিস্থিতির মধ্যেও ঈদকে সামনে রেখে বাগেরহাটের বিপনী বিতানগুলোতে ক্রমশ ভিড় বাড়ছে। বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা মানছেন না স্বাস্থ্যবিধি। ক্রেতা-বিক্রেতাকে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম চালিয়ে যাচ্ছে নানা পদক্ষেপ। রোববার সকাল থেকেই বাগেরহাট জেলা শহরের কাপড় পট্টি, নজরুল ইসলাম রোড, মেইন রোড, কোর্ট মসজিদ সড়কের বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। এদের মধ্যে নারীদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। ক্রেতাদের যেমন ছিল না স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম, তেমনি বিক্রেতারা ব্যবহার করছেন না মাস্ক ও হ্যান্ডগ্লোভস। স্বাস্থ্যবিধি না মানায় ক্রেতা ও বিক্রেতা একে অপর কে দায়ী করছেন। এদিকে বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিমুজ্জামান বলেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে বেচাকেনা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হচ্ছে। এছাড়া বয়স্ক ও শিশুদের বাজারে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। বাগেরহাট জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সামাজিক দূরত্ব ও ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ৩০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।