পাইকগাছায় শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে প্রদত্ত খাদ্য সামগ্রী শ্রমিকদের মাঝে তুলে দেন। রবিবার দুপুরে পাইকগাছা কোর্ট চত্ত্বরে ৬০জন শ্রমিকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, জগদীশ রায়, কাজী আনিছুর রহমান, মৃনাল কান্তি, আকাশ, আমিনুর রহমান লিটু, মিজানুর রহমান মিজান, হাবিবুল্লাহ বাহার, মিন্টু, আহসানউল্লাহ, শাহরিয়ার প্রিন্স, শফিকুল ইসলাম প্রমুখ।