চৌগাছায় ‘সিএসপিএইচে’র ঈদ উপহার বিতরন

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় স্বেচ্ছাসেবি সংগঠন ‘সিএসপিএইচ’ এর উদ্যোগে ঈদ উপহার বিতরন করা হয়েছে। সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি-১৯৯৯ ইং সালের ব্যাচের শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবি সংগঠন ‘সিএসপিএইচ’। রোববার দুপুরে পৌর শহরের কংশারীপুর মসজিদ পাড়ায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ১শ পরিবারে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, তেল, সেমাই, চিনি ও সাবান এবং ১শ ব্যক্তিকে শাড়ী ও লুঙ্গি প্রদান করা হয়েছে। এছাড়া এবছর ৫০ জন এতিম হাফেজ ছাত্রদের পোশাক দেয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব। চৌগাছা প্রেসকাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক ও সিএসপিএইচের অর্থ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, ‘সিএসপিএইচ’এর সভাপতি সাদেকুর রহমান ডালিম, সাধারণ সম্পাদক এটিএম সুমন, সাংগনিক সম্পাদক আব্দুল্লাহ আল বনি সদর, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সজল, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান কবির, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার পলি, সদস্য ববি জামান, রুবানা মাহমুদ, পারভেজ খান, জিয়াউর রহমান জিয়া, রনি মিয়া, আলিম হোসেন, জাহিদ হোসেন ও কাজল মিয়া প্রমুখ। সংগঠনের সভাপতি সাদেকুর রহমান ডালিম বলেন অন্যান্য বছর আমাদের সংগঠনের উদ্যোগে শহরের ভাস্কর্য মোড়ে রমজান জুড়ে পথচারিদের মধ্যে ইফতার সামগ্রী পরিবেশন এবং ঈদের আগে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ইত্যাদি বিতরন করা হয়। এবছর করোনা ভাইরাসের কারনে কর্মহীন ১শ পরিবারে খাদ্য সহায়তা বিতরন, ৫০ জন এতিম হাফেজ ছাত্রকে জুব্বাসেট (জামা, পায়জামা, টুপি ও তোয়ালে) এবং ১শ ব্যক্তিকে শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়েছে।