চুয়াডাঙ্গায় ৪ জনের নতুন করে করোনা আক্রান্ত সনাক্ত ; এ পর্যন্ত সনাক্ত ৮২ জন

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জনের করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এরা সকলেই আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। এরা সবাই পুরুষ, যাদের বয়স ১৬ থেকে ২৮ বছরের মধ্যে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ রবিবার দুপুরে জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত সনাক্ত ৪ জন। এ পর্যন্ত জেলায় মোট ৮২ জনের করোনা আক্রান্ত সনাক্ত হলো। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরো ২ জনসহ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন ও ১ জন মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৬ জন, প্রতিষ্ঠানিক আইসোলেসনে ২৩ জন, হোম আইসোলেসনে ৫০ জন ও হোম কোয়ারেন্টাইনে ৪৮৬ জন আছেন।