গণতদারকি কমিটি গঠনের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা পরিস্থিতিতে নগদ টাকা ও ত্রাণ বিতরণে অনিয়ম বন্ধে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে গণতদারকি কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ত্রাণ চুরি ও দুর্নীতির হোতাদের গ্রেপ্তার করে তাদের বিচার ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছে দলটি। রোববার (১৭ মে) দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত দেশের ন্যূনতম ১ কোটি শ্রমজীবী, মেহনতি, নিঃস্ব পরিবার সরকারি ত্রাণ পায়নি। সরকারি উদ্যোগে নতুন করে যে ৫০ লাখ লোককে নগদ আর্থিক সহযোগিতা দিতে তালিকা করা হয়েছে, সেখানেও রয়েছে অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতি। এই তালিকা প্রণয়নেও রাজনৈতিক ও দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এক পরিবারের একাধিক সদস্যের নাম তালিকায় যুক্ত করা হয়েছে।’ সাইফুল হক বলেন, ‘করোনা দুর্যোগে ত্রাণ প্রদানে রাজনৈতিক ও দলীয় বিবেচনা বন্ধ না হলে খাদ্য ও ত্রাণ প্রদানের আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে। অন্যদিকে, সারা দেশে ক্ষুধা ও দারিদ্র্য আরো বৃদ্ধি পাবে।’ তিনি অনতিবিলম্বে খাদ্য ও নগদ অর্থ বিতরণে রাজনৈতিক ও দলীয় বিবেচনা পরিহার করে তালিকা সংশোধন এবং আরো ১ কোটি পরিবারকে ত্রাণের তালিকায় যুক্ত করার জন্য প্রধানমন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানিয়েছেন।