নগদ সহায়তা ও ত্রাণ বিতরণে ‍দুর্নীতির নিন্দা ওয়ার্কার্স পার্টির

0

লোকসমাজ ডেস্ক॥ নগদ সহায়তা ও ত্রাণ বিতরণে দুর্নীতি ও জালিয়াতি বিশেষ করে ৫০ লাখ মানুষের নগদ টাকা দেওয়ার তালিকায় অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। রোববার (১৭ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমরেড নূরুল হাসান ও সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে বলেন, ৫০ লাখ কর্মহীন দরিদ্র মানুষের তালিকায় প্রচণ্ডভাবে অনিয়মের ঘটনা ঘটেছে। সরকারি ভাষ্যমতেই তলিকায় ৮ লাখ নামে অনিয়ম পাওয়া গেছে অর্থাৎ ‍দুর্নীতি-অনিয়ম ধরা পড়েছে।
বিবৃতিতে তারা বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় খাদ্য নিরাপত্তা কর্মসূচির মালামাল চুরি লুটপাটের ঘটনার স্বীকৃতি প্রধানমন্ত্রীর বক্তব্যেও উঠে এসেছে। ত্রাণ তৎপরতায় আওয়ামী লীগ ‘একলা চলো নীতি’র অধীনে একদলীয় ত্রাণ কমিটি গঠন করে রাষ্ট্র ও প্রশাসনকে ব্যবহার করছে শুধু নয় দুর্নীতি অনিয়মের উদাহরণ সৃষ্টি করেছে। নেতারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ত্রাণ বিতরণে কে কোন দল করেন তা দেখা হবে না, কিন্তু তার সত্যতা মিলছে না। এ পর্যন্ত যে খাদ্য বিতরণ ও তালিকা প্রণয়ন করা হয়েছে, তা ওয়ার্ডভিত্তিক অনলাইনে প্রকাশ ও খতিয়ে দেখলেই সত্য বেরিয়ে আসবে। নেতারা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮ লাখ ভুয়া তালিকায় প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ এবং স্বচ্ছতার জন্য প্রাপকদের ওয়ার্ডভিত্তিক তালিকা অনলাইনে প্রকাশ করার দাবি জানান।