করোনা পরিস্থিতি- সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে নিয়োজিত যশোরে আনসার সদস্যদের ওপর স্বাস্থ্যকর্মীর হামলা, আহত ৩

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চান্দুটিয়া বাজারে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে ইউএনও কর্তৃক নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের ওপর এক স্বাস্থ্যকর্মী তার দলবল নিয়ে হামলা চালিয়েছে। হামলায় ৩ জন আনসার সদস্য আহত হয়েছেন। এদের ভেতর একজনের অবস্থা গুরুতর। আহত আনসার ও ভিডিপি সদস্যরা হলেন, চান্দুটিয়া গ্রামের মশিয়ার রহমানের পুত্র ফারুক হোসেন (৩৫), আয়ুব আলীর পুত্র আনাদুল ইসলাম (২৮) ও হারুন বিশ্বাসের পুত্র নুর নবী (৩০)। এদের ভেতর ফারুক হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছে। আনসার ও ভিডিপির দেয়াড়া ইউনিয়ন কমান্ডার মনিরুল ইসলাম ও পিসি বাবর আলী জানিয়েছেন, গতকাল দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া বাজারে মানুষের ভেতর সামাজিক দূরত্ব বজায় রাখা বা সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করার জন্য আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় চৌগাছার রাণীয়ালী স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী আজিজুর রহমান চান্দুটিয়া বাজারে তার ওষুধের দোকানে ওষুধ বিক্রি করছিলেন। তখন তার মুখে মাস্ক, হাতে হ্যান্ডগ্লোভস ও দোকানের সামনে হ্যান্ড স্যানিটাইজার কিংবা কোন স্প্রে ছিল না। মানুষকে সচেতন করার কাজে নিয়োজিত ওই আনসার ও ভিডিপি সদস্যরা স্বাস্থ্যকর্মী আজিজুর রহমানকে মাস্ক ও হ্যান্ডগ্লোভস পরতে বলেন। এতে আজিজুর রহমান ভিডিপি সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমাকে জ্ঞান দিতে হবে না। তোমাদের চেয়ে আমি ভালো বুঝি। কারণ আমি একজন স্বাস্থ্যকর্মী। এরপর ভিডিপি সদস্যরা তাকে দ্বিতীয়বার মাস্ক ও গ্লোভস পরতে বলেন। এতে স্বাস্থ্যকর্মী আজিজুর রহমান তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তার স্বজন আদর, টিটু ও শামীমকে ডাকেন। তারা ওই দোকানের পাশে একটি চায়ের স্টলে চা পান করছিলেন। আজিজুর রহমান ডাক দেয়ার পর ওই ৩ জন এসে আনসার ও ভিডিপি সদস্যদের ওপর হামলা চালায়। মেহগনি গাছের ডালের তৈরি লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে আনসার ও ভিডিপি’র ওই ৩ সদস্য আহত হন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের ভেতর ফারুক হোসেনের অবস্থা গুরুতর। তার মাথায় লাঠির আঘাত লেগেছে। অবস্থা গুরুতর বলে চিকিৎসকগণ জানিয়েছেন।
আহতরা জানিয়েছেন, প্রাণঘাতী করোনা মহামারী থেকে জনগণকে সচেতন করার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেয়াড়া ইউনিয়নের ১১টি বাজারে ৫২ জন আনসার ও ভিডিপি সদস্যদের নিয়োজিত করেছেন। ওই সদস্যরা সেই দায়িত্ব পালনকালে হামলার শিকার হলেন। এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তিনি সাংবাদিকের কাছে (আপনার কাছে) এই প্রথম শুনছি। ঘটনা সত্য হলে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।