গিলাতলা বিহারী কলোনির অসহায় পরিবারের পাশে ডাঃ আলাউদ্দিন

0

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি॥ প্রানঘাতী করোনা ভাইরাস জনিত কারনে মানুষ যখন চরম আতংকে সময় পার করছে, ঠিক তখনই শিরোমনি ইমরান ফার্মেসিতে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ডাঃ মোঃ আলাউদ্দিন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইজবুকে ) গিলাতলা ২ নং বিহারি কলোনীতে প্রতিবন্ধি পরিবার খাদ্যকষ্টে দিন কাটাচ্ছে এমন ছবি দেখে ডাঃ আলাউদ্দিন ঐ পরিবারের খোজ খবর নেন এবং পরিবার টিকে শনিবার সকাল ১০ টায় শিরোমনি নিজ চেম্বারে আর্থীক সহায়তা প্রদান করেন। আর্থীক সুবিধা পেয়ে প্রতিবন্ধি পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি মুন্না মিয়া কান্নাজনিত কন্ঠে বলেন সমাজের অনেক মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি কিš ‘কোন সাহায্য সহযোগিতা পাইনি । এলাকার যুবক ভাই গাজী গিয়াসউদ্দিন ও স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ডাঃ আলাউদ্দিন জানতে পেরে আজ যে সহযোগিতা করলেন তা আমি কোনদিনও ভুলবোনা। এসময় তিনি বলেন আমার ২ টা প্রতিবন্ধি সন্তান থাকার পরও আজ পর্যন্ত তারা প্রতিবন্দি ভাতার আওতায় আসেনি ,এ ব্যাপারে তিনি উর্দ্ধতন মহলের সুদৃস্টি কামনা করেছেন।