সোনামুখ পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ অব্যাহত

0

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি ঃ করোনার প্রভাবে চরম খাদ্যকষ্টে থাকা কর্মহীন মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ অব্যহত রেখেছে খুলনার ঐতিহ্যবাহী বেসরকারি জনসেবামুলক প্রতিষ্ঠান সোনামুখ পরিবার। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় সোনামুখ পরিবার বিএল কলেজ রোড শাখার নিজস্ব অর্থায়ন ও বিভিন্ন দাতাদের কাছ থেকে প্রেরিত অর্থ দিয়ে দৌলতপুর,খালিশপুর, আড়ংঘাটা,ফুলতলা , ফুলবাড়ীগেট, দিঘলিয়া, বয়রা , এলাকার অসহায় মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন সোনামুখ পরিবারের বিএল কলেজ শাখার প্রধান স¤œয়কারি মোঃ রবিউল ইসলাম, ,সোনামুখ পরিবারের সভাপতি ফাতেমা জান্নাতি টুম্পা , নির্বাহী সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সহ সভাপতি সৈয়দ শাহনেওয়াজ হোসেন লিংকন , সাধারণ সম্পাদক শেখ মিরাজ উদ্দিন , যুগ্ন সাধারন সম্পাদক মোঃ এনামুল ইসলাম সহ সোনামুখ পরিবারের সদস্যবৃন্দ ।