অবশেষে ভার্চুয়াল আদালত চালু হচ্ছে যশোরে

0

স্টাফ রিপোর্টার॥ অবশেষে যশোরেও চালু হচ্ছে ভার্চুয়াল আদালত। প্রথমে যশোরের আইনজীবীরা এ আদালত বয়কটের স্বীদ্ধান্ত নিলেও শনিবার তারা সে স্বীদ্ধান্ত থেকে সরে এসেছেন। অর্থাৎ রোববার থেকেই যশোরে চালু হচ্ছে ভার্চুয়াল আদালত। এ বিষয়ে শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ১ নং মিলনায়তের সভাকক্ষে জরুরী সভার আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এ স্বিদ্ধান্ত গ্রহন করে জেলা আইনজীবী সমিতি। সভায় সিনিয়র আইনজীবী এটি এম এনামুল হক, আবুল হোসেন, মইনুল হক, সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, আমিনুর রহমান, আবু মোর্তজা ছোট, শাহানুর আলম শাহীন উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুরের সঞ্চালনায় সহ সভাপতি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল সহ নির্বাহী কমিটির সকল সদস্য ও বিপুল সংখ্যক আইনজীবী সাধরাণ সভায় অংশ নেয়। এ বিষয়ে আইনজীবীদের অভিমত, সারাদেশেই এ সিস্টেম চালু হচ্ছে। অভিজ্ঞতা না থাকায় প্রথমে কিছুটা কষ্ট হলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।