ঝিকরগাছায় হোম কোয়ারেন্টিনে থাকার পর নারী চিকিৎসকের আবারও করোনা পজিটিভ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী ডাক্তারের শরীরে দ্বিতীয় বারের মত করোনা পজিটিভ এসেছে। তিনি গত ১৪ দিন ধরে হোম কোয়ারেন্টিনে ছিলেন। জানা গেছে, এর আগে গত ২৬ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ঝিকরগাছার ২ জন মেডিকেল টেকনিশিয়ানসহ ৪ জনের করোনা পজিটিভ সংক্রান্ত রিপোট প্রদান করে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে হসপিটাল কর্তৃপক্ষ ২৮ এপ্রিল সকল ডাক্তার, নার্সসহ ৬০ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরদিন ১৬ জনের ফলাফলে সকলের নেগেটিভ আসলেও ২ জন ডাক্তার, একজন স্যানিটারি ইনস্পেক্টর, ২জন নার্স ও একজন ওয়ার্ড বয়কে যশোর ডিএসবি থেকে ফোন করে তাদের শরীরে করোনা পজিটিভ আছে বলে জানায়। কিন্তু আক্রান্তদের কারও শরীরে কোনো করোনা উপসর্গ না থাকায় সবাইকে নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে থেকে চিকিৎসাসহ পুনরায় নমুনা সংগ্রহ করে পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে তাদের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষে গত ১৪ ও ১৫ মে তাদের পুনরায় নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জনে পাঠানো হয়। শনিবার ফলাফলে একজন নারী ডাক্তার বাদে সকলের নেগেটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানিয়েছেন। তবে ঢাকায় থাকায় জরিনা বেগম নামের এক বৃদ্ধার ফলাফল এখনো পাওয়া যায়নি বলেও জানান ওই ডাক্তার। বর্তমানে ঝিকরগাছা হসপিটালে একজন সিনিয়র স্টাফ নার্স ও হসপিটাল গেটের সামনের একজন মুদি দোকানি হসপিটালে কোয়ারেন্টিনে আছে বলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশিদুল আলম জানিয়েছেন।