কলারোয়া হোমিও কলেজে বিনামূল্যে লক্ষণভিত্তিক চিকিৎসা কার্যক্রম উদ্বোধন

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও বিনামূল্যে লক্ষণভিত্তিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬মে) সকাল ১০ টায় কলেজের হলরুমে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতীরা-১ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় প্রধান অতিথি বলেন, ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে যাদের করোনা লণ বা উপসর্গ আছে সেসব প্রান্তিক মানুষের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে, করোনা ভয় দূর হবে, করোনা সম্পর্কে আরো সচেতন হতে পারবে। হোমিও কলেজের অধ্য ডাক্তার এমএ বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্য প্রফেসর আবু নসর, প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্য ইউনুস আলী ও ডাক্তার আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০টি পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুয়েপমেন্ট) ও ২বক্স মাস্ক প্রদান করেন।