করোনাভাইরাস নিয়ে সরকার তথ্য গোপন করেছে : ড. মোশাররফ

0

লোকসমাজ ডেস্ক ॥ করোনাভাইরাস নিয়ে সরকার প্রথম থেকে সঠিক তথ্য প্রকাশ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সরকার যে তথ্য দিচ্ছে তা রোগকে নিয়ন্ত্রণ করার জন্য নয় রোগীকে নিয়ন্ত্রণ করার জন্য। তিনি বলেছেন, একদিকে তথ্য গোপন আর অন্যদিকে করোনা মোকাবিলায় ভুল পদেেপর কারণে দেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। গতকাল শনিবার বিএনপি কমিউনিকেশন সেল থেকে ফেসবুক লাইভে ‘প্রাসঙ্গিক সংলাপ’ এর প্রথম পর্বে তিনি এসব কথা বলেন। সঞ্চালনায় ছিলেন বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক জহির উদ্দিন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যাই ঘটুক না কেন, তথ্যটা সঠিক প্রকাশ করতে হবে। তথ্য সঠিকভাবে প্রকাশ করা না গেলে আমাদের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে না। প্রথম থেকে সঠিকভাবে তথ্য প্রকাশ করিনি।’ বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, করোনাভাইরাস সারা বিশ্বকে কাবু করে ফেলেছে। ডিসেম্বরের শেষে চীনে এ ভাইরাসের কথা প্রথম জানা যায়। আর বাংলাদেশে মার্চে এই ভাইরাসের সংক্রমণের ঘোষণা দেওয়া হয়। মাঝে এতো সময় পাওয়ার পরেও প্রস্তুতির ব্যাপারে বড় ঘাটতি হয়েছে। এ সময়ে সারা বিশ্ব থেকে যে প্রবাসীরা এসেছে, বিমানবন্দরে তাদের কার্যকর কোনো পরীা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে। ওই সময়ে সতর্কতা অবলম্বন করা হলে এ অবস্থা হতো না বলেও জানান।
সরকারের ব্যবস্থাপনার গাফিলতি ছিল উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ছুটি ঘোষণার পরেও মানুষ নিজ নিজ এলাকায় ফিরেছে। এতে ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই সময়টাতে আরও হুঁশিয়ার হওয়া দরকার ছিল। গার্মেন্টস খুলে দেওয়ার সমালোচনাও করেন তিনি। এ ছাড়া বলেন, বিভিন্ন দেশে লকডাউন করা হয়েছে। কিন্তু সাধারণ ছুটি আর লকডাউনের মধ্যে পার্থক্য আছে। সাধারণ ছুটি দেওয়াতেই এই অবস্থা হয়েছে। শর্ত সাপেে দোকান পাট, অফিস খুলে দেওয়ায় ঘোষণায় কিছুই মানা হচ্ছে না। বিএনপির সময়ে এককালের এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভাইরাস শনাক্তকরণের পরীায় সারা পৃথিবী থেকে পিছিয়ে আছি। প্রথমদিকে খুবই কম পরীা হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন আছে। উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর আসছে অনেক। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাঁরা কয়জন আক্রান্ত ছিলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। পরীার আমরা অবহেলা করছি। পর্যাপ্ত কিট আমদানি হয়নি।’ মোশাররফ হোসেন গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিয়েও সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন। এ ছাড়া মাস্ক, পিপিই নিম্নমানের দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর। বিএনপি থেকে সরকারকে করোনাভাইরাস মোকাবিলায় বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সরকার তা আমলে নেয়নি বলে জানান। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ভর্তি রোগী পালিয়ে যাচ্ছে কারণ হাসপাতালগুলো প্রস্তুত করা হয়নি। প্রয়োজনের তুলনায় নগণ্য ব্যবস্থাপনা। যারা ঈদ শপিং করছেন, তাঁদের উদ্দেশ্যে মোশাররফ হোসেন বলেন, বেঁচে থাকলে জীবিকা হবে। তাই জীবন রা করতে হবে। একটি ঈদে কিছু না কিনলে তি হবে না। জীবনের মূল্য অনেক বেশি। জীবন রার জন্য শিথিল করলেও নিজেকে সাবধান হতে হবে।