সিঙ্গাপুর সরকারের বিশেষ উদ্যোগে শামিল ঋতুপর্ণা

0

লোকসমাজ ডেস্ক॥ সিঙ্গাপুর সরকারের সঙ্গে বিশেষ উদ্যোগে শামিল হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুরেই আটকে রয়েছেন ৩ লাখ পরিযায়ী শ্রমিক। পরিসংখ্যানটা দিয়েছেন অভিনেত্রী নিজেই। শুধু ভারতেরই নয়, বাংলাদেশেরও বহু শ্রমিক এই মুহূর্তে আটকে রয়েছেন সেই দেশে। যাদের সাহায্যের উদ্দেশে সিঙ্গাপুর সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আটকে থাকা শ্রমিকদের মনোবল বাড়াতে সরকার কাজ করছে। আর সেই উদ্যোগেই শামিল হয়েছেন ঋতুপর্ণা। এই উদ্যোগের সঙ্গে আরো আছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়িকা লোপামুদ্রা মিত্র এবং বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা ফেরদৌস আহমেদ।
এ তারকারা ভিডিও প্রকাশ করে নিজেদের জীবনের নানা কঠিন মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি গান, কবিতা আবৃত্তি-সহ নিজেদের নানা শিল্পকলা তুলে ধরবেন শ্রমিকদের জন্য। সরকারের সঙ্গে এই উদ্যোগে আরো আছে ‘দর্পণ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এ সংস্থার পক্ষ থেকেই প্রথমে এই প্রস্তাব অভিনেত্রীর কাছে আসে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে অভিনেত্রী রয়েছেন সিঙ্গাপুরে। মার্চ মাসে ছুটি কাটাতে সেখানে গিয়েছিলেন স্বামী সঞ্জয়ের কাছে। কিন্তু লকডাউনের জেরে সেখানেই আটকে পড়েছেন। এই সময়ে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম তো কাটাচ্ছেন বটেই, এর পাশাপাশি করোনা মোকাবিলায় নানা উদ্যোগেও শামিল হচ্ছেন তিনি।