অপেক্ষায় আরিয়ানা

0

লোকসমাজ ডেস্ক॥ সংগীতশিল্পীদের গান প্রকাশ ভীষণ আনন্দের। তবে সেলফ আইসোলেশনের এই সময়ে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে নতুন করে কোনো অ্যালবাম মুক্তি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
২৬ বছর বয়সী আরিয়ানা সম্প্রতি নিউজিল্যান্ডের ডিজে জেইন লোর সঙ্গে অ্যাপেল মিউজিকের ‘অ্যাট হোম’ সিরিজে যোগ দেন। সামাজিক দূরত্বের এই সময়ে কী কারণে নতুন অ্যালবাম মুক্তি দিতে চাইছেন না, তা নিয়ে আলোচনা করেন আরিয়ানা।
আলোচনায় ‘সেভেন রিংস’খ্যাত এই গায়িকা জানান, এ সময়ে তিনি নতুন গান তৈরি করছেন, কিন্তু নতুন কোনো অ্যালবাম মুক্তি দেওয়ার জন্য এটি সঠিক সময় নয় বলে মনে করেন তিনি।
আরিয়ানা বলেন, এ মুহূর্তে কিছু প্রকাশ্যে আনতে আমি সত্যিই স্বাচ্ছন্দ্যবোধ করছি না। কেননা, এসবের জন্য অন্য সময়ের চেয়ে এটি সত্যিই বেশ কঠিন সময়। তাই ভালো সময়ের অপেক্ষা করছি। দ্রুতই সে সময় আসবে বলেই আমার বিশ্বাস। সম্প্রতি এই শিল্পী পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে যৌথভাবে ‘স্টাক উইথ ইউ’ গান গেয়েছেন। করোনাকালে দুর্গতদের সাহায্য করতে তারা এই গানে একত্রিত হন।
এ ব্যাপারে আরিয়ানা বলেন, আমি গানটি করেছি, কেননা গান এমন একটি বিষয় যা মানুষকে ভালো অনুভব করায়। এই গায়িকা আরো জানান, মার্কিন শিল্পী দোজা ক্যাটের সঙ্গে গান গেয়েছেন তিনি, তবে মুক্তির দিনক্ষণ নিয়ে নীরব আরিয়ানা।