গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ধর্মতলায় শুক্রবার অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ আব্দুল মালেক (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, র‌্যাবের একটি টিম বিকেল তিনটার দিকে ধর্মতলার চার রাস্তার মোড়ের মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আব্দুল মালেককে ৪শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সে চৌগাছা উপজেলার বড়কাকুরিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।