যশোরে চাঁদা চেয়ে বাড়িতে চিঠি, টাকা নিতে এসে দুর্বৃত্ত আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সাতক্ষীরার কলোরায়া উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালকের বাড়িতে চিঠি লিখে ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় জড়িত মো. মহসিনকে (৪৯) হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ। চাঁদার টাকাসহ তাকে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তেঁতুলিয়া থেকে আটক করা হয়। শুক্রবার আটক মো. মহসিনকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক মো. মহাসিন তেঁতুলিয়া গ্রামের মৃত আতর আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আজিজুল হকের বাড়ি যশোর সদর উপজেলার বানিয়াবহু গ্রামে। গত ১১ মে রাত ৮টার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ২ লাখ টাকা চাঁদা চেয়ে এবং প্রাণনাশের হুমকি সম্বলিত চিঠি লিখে তার বাড়িতে রেখে যায়। ওই চিঠিতে মোবাইল ফোন নম্বরও দেয় দুর্বৃত্তচক্র। ওই রাতেই আজিজুল হকের চাচাতোভাই ইউসুফ আলী দুর্বৃত্তদের দেয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করেন। তিনি তাদেরকে জানান, কোথায় চাঁদার টাকা রেখে দেবেন তারা। জবাবে তারা তেঁতুলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর সালাউদ্দিনের ড্রাগন ফল বাগানের খুঁটির সাথে টাকার ব্যাগ বেঁধে রাখতে বলেন। দুবর্ৃৃত্তদের কথা মতো তিনি গত বৃহস্পতিবার ইফতারের পর সেখানে টাকার ব্যাগ রেখে দেন। ব্যাগে ২০ হাজার টাকা রাখা হয়। অবশ্য এর আগে বিষয়টি ডিবি পুলিশকে ইউসুফ আলী জানিয়েছিলেন। ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে ফোর্স সেখানে অবস্থান করতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিতে এলে ডিবি পুলিশ তাদের আটকের চেষ্টা চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও হাতেনাতে আটক হন মো. মহসিন। ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম আটক মো. মহসিনকে আদালতে সোপর্দ করেন। এ সময় আটক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।