ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

0

মেহেরপুরে সংবাদদাতা॥ মেহেরপুরে ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত জাহিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার কুমারী ডাঙ্গা গ্রামের আহমদ আলীর ছেলে। শুক্রবার (১৫ মে) সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গায় এই দুর্ঘটনায় ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে যাচ্ছিলেন। পথে মদনডাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। একই দিক থেকে আসা একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান তিনি। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই তার মৃত্যু হয়।