আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। তিনি জানান, একটি লঘুচাপটি সৃষ্টি হয়েছিল। যা দণি পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দণি আন্দামান সাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার বিকালে সেটি সুস্পষ্ট লঘুচাপের রূপ পায়। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় বিস্তৃত। বর্তমান প্রবণতা চললে শুক্রবার এটা নিম্নচাপে পরিণত হবে। এরপর গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়- দুই ধাপ রয়েছে। শনিবার পরবর্তী আপডেট জানাব আমরা। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, মে মাসে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।