এই সময়ে কোহলি নন, রশিদের সেরা বাবর

0

লোকসমাজ ডেস্ক॥ তিন সংস্করণ মিলিয়ে বিশ্বসেরা ব্যাটসম্যান এখন কে? তর্কসাপেক্ষে প্রায় পুরো বিশ্বই হয়তো ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বিরাট কোহলির নাম করবে। তবে বর্তমান ফর্ম যদি একমাত্র বিবেচ্য হয়, তাহলে ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদের কাছে এই মুহূর্তে বিশ্বসেরা ব্যাটসম্যান পাকিস্তানের বাবর আজম। অ্যাট দ্য ক্রিজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি আদিল রশিদ স্বীকার করেছেন, সেরা ব্যাটসম্যান নির্বাচনের কাজটা খুব কঠিন, তারপরও বর্তমান ফর্ম বিবেচনায় তিনি ঝুঁকছেন বাবরের দিকে, ‘আহ্… এটা (সেরা ব্যাটসম্যান বাছাই করা) খুব কঠিন। আসলেই এটা খুব কঠিন কাজ… সুতরাং আপনাকে দেখতে হবে বর্তমান ফর্ম। আমি মনে করি, বর্তমান ফর্ম অনুযায়ী আমার বাবর আজমের দিকেই যাওয়া উচিত। দুজনই বিশ্বমানের ব্যাটসম্যান। কিন্তু বাবর আজম যেহেতু অপেক্ষাকৃত ভালো ফর্মে আছে, আমি তাকেই বেছে নেবো।’
৩১ বছর বয়সী ভারতীয় অধিনায়ক কোহলির খুব বাজে ফর্ম গেছে এ বছর। তার ক্যারিয়ারে সচরাচর এমনটা তার ক্যারিয়ারে খুব একটা ঘটে না। করোনাভাইরাস মহামারিতে ক্রিকেট খেলা বন্ধ হওয়ার আগে ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে তিন ধরনের ক্রিকেটে ১১ ইনিংস মিলিয়ে মাত্র ২১৮ রান করেছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের পাশে ওয়ানডেতে পাকিস্তানের নতুন দায়িত্ব পাওয়া অধিনায়ক বাবর আজম রয়েছেন দুর্দান্ত ফর্মে। এ বছর একটিই মাত্র টেস্ট খেলেছেন, বাংলাদেশের সঙ্গে রাওয়ালপিন্ডি টেস্টে ১৪৩ রান করেছেন। এরপর পাকিস্তান সুপার লিগেও টেনে নিয়ে গেছেন রানের ধারা। করোনাভাইরাসে পিএসএল স্থগিত হওয়ার আগে তা থেকে ৪৯.২৯ গড়ে করেছেন ৩৪৫ রান।