‘বল অব দ্য সেঞ্চুরি’ যেভাবে পাল্টে দিয়েছিল ওয়ার্নের জীবন

0

লোকসমাজ ডেস্ক॥ মায়াবী বিভ্রম নাকি সত্যিই চোখের সামনে ঘটে গেল জাদুকরী ব্যাপারটা! ২৭ বছর আগে ইংলিশ ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে এভাবেই এলোমেলো করে দিয়েছিলেন শেন ওয়ার্ন। ১৯৯৩ সালের জুনে ওল্ড ট্র্যাফোর্ডে নিজের প্রথম অ্যাশেজ খেলতে নেমেছিলেন ওয়ার্ন। ২২ গজে নেমেই ইতিহাস। ওয়ার্নের লেগ স্টাম্পের অনেক বাইরে পড়া বলটা এক হাতের মতো টার্ন করে ভেঙে দেয় গ্যাটিংয়ের অফ স্টাম্প। কী ঘটে গেল বুঝে উঠতে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন গ্যাটিং। অস্ট্রেলিয়ানদের উল্লাস দেখে বুঝে নিতে হয়েছিল বোল্ড তিনি! ঐতিহাসিক বলটাতে শুধু ওয়ার্নের রাজকীয় যাত্রাই শুরু হয়নি লেগ স্পিনেরও হয়েছিল পুনরুত্থান।
ওয়ার্নের সেই ডেলিভারি পেয়েছিল ‘বল অব দ্য সেঞ্চুরি’র তকমা। সেই এক বল পাল্টে দিয়েছে ওয়ার্নের জীবন। বিশেষ করে ব্যক্তিজীবনে বড় প্রভাব ফেলেছিল। তেমনই এক গল্প ফক্স স্পোর্টসকে শুনিয়েছেন ওয়ার্ন। ‘তখন আমার বয়স ছিল ২৩। ঘটনা লন্ডনে। মনে আছে খেলার পর উইনমিল পানশালায় গিয়েছিলাম। আমরা ওয়েস্টবুড়ি হোটেলে উঠেছিলাম। রাস্তার মাথায় ছিল পানশালাটি। আনুমানিক ১০০ গজ দূরত্ব। আমার সাথে মারভ (হিউজ) ছিল। সেখানে ঢোকার সময় আমাকে কেউ দেখেনি। কিন্তু বের হওয়ার পর আমি চমকে যাই। সম্ভবত ২৫-৩০ জন ফটোগ্রাফার আমার ছবি তুলছিল।’
‘পরের দিনটি ছিল ভয়ানক। প্রায় প্রত্যেকটি গণমাধ্যমে খবর,‘‘শেন ওয়ার্ন পানশালায়।’’ বিশেষ করে আমি কি পরিধান করেছিলাম সেটা নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছিল। আরেকটি বিষয়ও ছড়িয়ে যায়, ‘শেন ওয়ার্ন সম্পর্কে ১০টি জিনিস যা আপনি জানেন না।’ আমাকেও সেই খবরটা পড়তেও হয়েছিল। মনে হচ্ছিল আসলেও কি আমি আমার সম্পর্কে জানি না? অদ্ভুত? ওয়ার্ন অভিযোগ করেছেন, গণমাধ্যম সেই সময়ে এমন কিছু লিখেছিল যেগুলো সম্পর্ণ মিথ্যা। ‘আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম জিনিসগুলো দেখে। বিশেষ করে আমি যখন আমার সম্পর্কে জেনেছি, যেগুলো সম্পূর্ণ মিথ্যা…সেগুলো আমি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারিনি। তবে সেগুলো নিয়ে আমি খুব বেশি একটা মাথা ঘামাইনি। নিজেকে বুঝিয়েছিলাম, ‘‘আমি তো এমন নই।’’ তবে আমি এটা স্বীকার করে নিচ্ছি, আমি কিছুটা আগ্রাসী ছিলাম। সব সময়ই অন্যদের থেকে আলাদা ছিলাম। এটা একটা স্বার্থপর জিনিস ছিল। আমি যা করতে চেয়েছিলাম তা করেছি এবং এটি আমাকে কিছুটা সমস্যায় ফেলেছে।’ – যোগ করেন ওয়ার্ন।