রামপালে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প বিনামূল্যে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ

0

বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের রামপালে সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী রামপাল উপজেলার সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেড এর সহায়তায় সকালে এই ক্যাম্প শুরু হয়। দুপুরে ক্যাম্প পরিদর্শন করেন শেখ হাসিনা সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি। চিকিৎসা সেবা নিতে মানুষদের খোঁজ খবর নেন জিওসি। তাদেরকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আল মাসুম, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেজর কেএম যাহীন নাসির, স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর সহায়তায় অনুষ্ঠিত এই ক্যাম্পে সকাল থেকেই স্থানীয়রা চিকিৎসা সেবা নিতে ভিড় করেন। মাঠের মধ্যে বসানো জীবানুনাশক টানেলে জীবানুমুক্ত হয়ে সামাজিক দূরত্ব মেনে সেনাবাহিনীর প্রদান করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে চিকিৎসকের কাছে যান রোগীরা। চিকিৎসা সেবা গ্রহণ শেষে বিনামূল্যে ওষুধ নিয়ে হাসি মুখে বাড়ি ফিরেছেন তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি কক্ষে দুই শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা নিয়েছেন। মেডিকেল ক্যাম্পের মেজর কেএম যাহীন নাসির বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। এখানে অসহায় দুস্থ মানুষের স্বাস্থ্য সেবা দিতে আমরা মেডিকেল ক্যাম্প করেছি। দিনব্যাপী বিনামূলে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।