কলারোয়া ইনস্টিটিউটের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবলিক ইনস্টিটিউটের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আবদুর রব ও রীনা চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, পাঠাগার সম্পাদক শেখ আব্দুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, দপ্তর সম্পাদক ফারুক হোসেন স্বপন, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্যা, মহিলা বিষয়ক সম্পাদক লিলি কামাল এবং কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, অধ্যাপক রামাকান্ত সরকার, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, প্রভাষক শাহাদাৎ হোসেন, সাংবাদিক মাস্টার দীপক কুমার শেঠ ও অনুপ কুমার ঘোষ। শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।