কলারোয়ায় বোরো সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো (চাল) সংগ্রহ-২০২০ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুটোয় কলারোয়া পৌরসদরের তুলশীডাঙ্গাস্থ খাদ্য গুদামে এর উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ ও উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মঈন-উল-ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক তৈয়াবুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আমীনুদ্দীন, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সংসদ সদস্যের পিএস জাহাঙ্গীর হোসেন প্রমুখ।