যশোরে রেক্টিফাইড স্পিরিটসহ ৩ জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে রেক্টিফাইড স্পিরিটসহ ৩ জনকে আটক করেছেন করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। আটককৃতরা হচ্ছেন-বেজপাড়া বস্তাপট্টির (বিকে রোড) নিউ আইডিয়াল হোমিও ফার্মেসির মালিক কাজল কুমার ঘটক ও তার ভাই বিশ্বজিৎ ঘটক এবং শেখহাটি কালিতলার মৃত নিমাই হালদারের ছেলে তপন কুমার হালদার। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গত ১২ মে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেখহাটি কালিতলায় তপন কুমার হালদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ৫০ মিলিলিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তপন কুমার হালদার তাদের জানান, তিনি বেজপাড়া বস্তাপট্টির নিউ আইডিয়াল হোমিও ফার্মেসি থেকে এই রেক্টিফাইড স্পিরিট সংগ্রহ করে বিক্রি এবং নিজে সেবন করে থাকেন। ফলে তারই দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেজপাড়া বস্তাপট্টিতে নিউ আইডিয়াল হোমিও ফার্মেসিতে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে এক লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ সময় প্রতিষ্ঠান মালিক কাজল কুমার ঘটক এবং তার ভাই বিশ্বজিৎ কুমার ঘটককে তারা আটক করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।