বাঘারপাড়ায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ চলতি বোরো মৌসুমে যশোরের বাঘারপাড়া উপজেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার খাজুরা বাজারে খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আফরোজ। এদিন রায়পুর ইউনিয়নের নলডাঙ্গার নগেন বিশ্বাসের ছেলে কৃষক নিখিল বিশ্বাসের থেকে ধান ও সজিব এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী সজিব ইফতেখারের থেকে সিদ্ধ চাল কেনা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, খাজুরা খাদ্য গুদামের পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, রুপালী ব্যাংক খাজুরা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান ও ইউএসডব্লিউ মাহবুবুর রহমান। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী জানান, যশোর জেলায় ২৯ হাজার ৫৬৬ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সদর উপজেলায় ‘কৃষকের হাসি’ মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে কৃষকের কাছ থেকে ধান কেনা হবে। বাকি উপজেলাতে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচন করা কৃষকের থেকে সরাসরিভাবে ধান কেনা হবে। বাঘারপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ২৯৫ মেট্রিক টন ধান ও ২ হাজার ৪২৪ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার ১ হাজার ১৫০ জন নির্বাচিত কৃষকের থেকে ২ টন করে ২৬ টাকা কেজি মূল্যে ধান কেনা হবে।