ছুটি বাড়‌লো ৩০ মে পর্যন্ত

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় মানুষের প্রাণহানি ঠেকাতে আরেক দফা বাড়ানো হলো সাধারণ ছুটি। সপ্তম দফায় আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি বাড়িয়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপু‌রে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কারোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৬ মে’র পর শর্তসাপেক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৭ থেকে ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির সঙ্গে ২১ মে’র শবে কদরের ছুটি, ২২, ২৩, ২৯ ও ৩০ মে’র সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে’র ঈদের ছুটি যুক্ত হবে। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে নতুন করে পরিবহন চলাচল বিষয়ক একটিসহ মোট ১৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণরোধ ও জনগণের সুরক্ষায় ১৬ মে পর্যন্ত সরকারি ছুটি চলছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ৩০ মে পর্যন্ত সরকারি ছুটি বাড়ানো হলো। করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তারপর ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল, পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়। চতুর্থ দফায় ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এ অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পঞ্চম দফায় ছুটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। সেটি বাড়িয়ে সবশেষ ১৬ মে পর্যন্ত করা হয়েছে। এবার আবার সপ্তম দফায় ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো।