খুলনায় আরও ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত

0

খুলনা সংবাদদাতা॥ খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. সুজাত আহম্মেদ জানান, ২৪ ঘণ্টায় আক্রান্ত তিন জনের মধ্যে রয়েছেন খুলনা মেডিক্যাল কলেজের সামনে শান্তিনগর এলাকার এক বাসিন্দা। তিনি একটি কোম্পানির খুলনার ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় শান্তিনগর এলাকায় তার বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। অপর আক্রান্তরা হচ্ছেন- যশোরের মনিরামপুর উপজেলা হাসপাতালের একজন এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের একজন। খুলনার করোনা হাসাপাতলে ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, চিকিৎসাধীন পুলিশ সদস্য আলী আজমের দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। তার রিপোর্টটি হাতে পেলেই ২/১ দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এছাড়া, অপর ব্যক্তি ইব্রাহিম শেখের পরীক্ষার জন্য পুনরায় স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত, খুলনায় মোট ৩ হাজার ৩৭৬টি টেস্টের মধ্যে এই পর্যন্ত ৩৩ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের মধ্যে খুলনা জেলায় ৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে খুলনার করোনা হাসপাতালে জরিনা বেগম নামে এক গৃহবধূ মারা যান। এর আগে রূপসা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে নূর আলম খানের মৃত্যু হয়।