লোহাগড়ায় সাড়ে তিনশ পরিবারকে খাদ্য সহযোগীতা দিলো ইনসাফ

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ায় করোনার প্রভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ অসহায় তিনশত পঞ্চাশ পরিবারকে খাদ্য সহযোগীতা দেয়া হয়েছে। বুধবার(১৩মে) সকালে ইনসাফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ লক্ষীপাশাস্থ কার্যালয়ে এ খাদ্য সহযোগীতা দেয়। সূত্র জানায়, বুধবার সকালে লোহাগড়া উপজেলা সমবায় অফিসার মোঃ তরিকুল ইসলাম দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইনসাফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় সমিতির উপদেষ্টা ফরিদা খানম, উপদেষ্টা জাহাঙ্গীর শেখ, ব্যবস্থাপক ছন্দা চ্যাটার্জী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ নিজাম আলী। সমবায় সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান জানান, সমিতির সদস্যসহ তিনশত পঞ্চাশ জন দরিদ্রদের মধ্যে মাথাপ্রতি পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও সকলকে সামাজিক দূরত্ব মানা সহ সরকারি নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেয়া হয়েছে।