চুয়াডাঙ্গার কৃষকের উৎপাদিত সবজি ও ফল জেলার বাইরে পাঠানো শুরু

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ করোনাভাইরাসের কারণে চুয়াডাঙ্গায় কৃষকের উৎপাদিত সবজি ও ফল নির্দিষ্ট সময়ে বেচতে না পারায় লোকসানের মুখে পড়তে হচ্ছিল তাদের। সবজি ও ফল ক্ষেতে পঁচে নষ্ট হচ্ছিল। এ কারণে জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলামের উদ্যোগে কৃষকের উৎপাদিত ফল ও সবজি বহনকারী ট্রাক দেশের বিভিন্ন জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রাম থেকে কৃষিপণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেচার জন্য পাঠানো হয়। চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম জানান, কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগীতায় বুধবার বিকাল থেকে কৃষকদের সবজি ও ফল ট্রাক যোগে ঢাকা, বরিশাল, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো শুরু হয়েছে। গাড়াবাড়ীয়া গ্রাম থেকে ৭টি ট্রাকে কৃষিপণ্য বোঝায় করে পাঠানো হয়। কৃষকরা তরমুজ, কলা, পাতাকপি, পটলসহ বিভিন্ন ধরনের কাচামাল ট্রাক যোগে বিভিন্ন স্থানে পাঠানো শুরু করেছে।