ক‌রোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা ১৪ দ‌লের

0

লোকসমাজ ডেস্ক॥ ব্যবসা প্র‌তিষ্ঠা‌নে লকডাউন শি‌থি‌লে স্বাস্থ্যসুরক্ষা বিধির শর্ত না মানার কারণে ঊর্ধ্বমুখী করোনাভাইরাস আরও ব্যাপক আকার ধারণ করতে পারে ব‌লে শঙ্কার কথা জা‌নি‌য়ে‌ছেন ১৪ দ‌লের নেতারা। বুধবার (১৩ মে) এক যৌথ বিবৃতিতে জোট‌টির নেতারা এই আশঙ্কা ব্যক্ত ক‌রেন। তারা ব‌লেন, ‘একটি বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। লকডাউন শিথিল হওয়ার সুযোগে এক শ্রেণির দোকানদার-ব্যবসায়ী স্বাস্থ্যসুরক্ষা না মেনে ঢাকা এবং বিভিন্ন জেলা ও মফস্বল শহরে ব্যবসা চালু রেখেছে। অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যসুরক্ষা বিধি মানা না হওয়ায় আমরা আশঙ্কা করছি, এর মাধ্যমে ঊর্ধ্বমুখী করোনাভাইরাস আরও ব্যাপক আকার ধারণ করতে পারে।’
বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী চলতি মাসটি খুবই বিপদজনক-‌বিষয়‌টি স্মরণ ক‌রি‌য়ে দি‌য়ে ১৪ দ‌লের নেতারা ব‌লেন, ‘যারা সারা বছর ব্যবসা করেছে, সেই দোকানদার-ব্যবসায়ীরা ঈদ বাজারের নামে আরও বড় ধরনের ব্যবসা করার সুযোগ নিয়ে সাধারণ মানুষকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’
প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, ‘যারা স্বাস্থ্যসুরক্ষা বিধি মানবে না, দোকানদার বা যেকোনো ব্যবসা হোক তাদের সিল করে দিন। প্রয়োজনে অতি উৎসাহী ক্রেতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।’ ১৪ দলের যৌথ বিবৃতিতে আরও বলা হয়, এর আগে আমরা দেখেছি এক শ্রেণির ব্যবসায়ী গার্মেন্টস খোলার নামে শ্রমিক ও সাধারণ মানুষকে করোনার মতো ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে দেওয়ার বিপদজনক খেলায় মেতেছিল। আজকের ঈদ বাজারের নামে ঢাকা ও বিভিন্ন জেলা শহরের হাজার হাজার মানুষ ঘর থেকে বের হওয়ায় ক্রমবর্ধমান করোনাভাইরাস আরো ভয়ঙ্কর আকারে যেতে পারে। এটা খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।