সাধারণ ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে শনিবার পর্যন্ত বাড়ানো হতে পারে। সাপ্তাহিক ছুটি, শবে কদরের ছুটি ও ঈদের ছুটিসহ মোট ১৪ দিন বাড়ছে চলমান সাধারণ ছুটির মেয়াদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, এরইমধ্যে এ সংক্রান্ত সামারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত আদেশ জারি করা হতে পারে। জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ সময় পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। একই সঙ্গে সাধারণ ছুটি চলাকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, সর্বশেষ বাড়ানো সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে শনিবার শেষ হচ্ছে। এর আগে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে ৫ থেকে ৯ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ৫ মে এবং সর্বশেষ ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।